এ রকম বছর আরো আসবে : সাকিব
শুরুটা হয়েছিল বিশ্বকাপে। ব্যাটসম্যান-বোলারদের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। বিতর্কিত ম্যাচে ভারতের সঙ্গে হারার পর সে যাত্রায় কিছুটা হতাশ হতে হয়েছিল। কিন্তু এর পরের সময়টা শুধুই বাংলাদেশের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয়ের পর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও তেমনটাই বলেছেন। এমন সময় বারবার আসবে বলেও প্রত্যাশা তাঁর।
সাকিব আল হাসান বলেন, ‘প্রথমে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল। তার পর ভারত ও পাকিস্তান-বধ। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়। অসাধারণ কেটেছে এই বছর। এ রকম আরো বছর আসবে আমাদের সামনে!’
নভেম্বরে জিম্বাবুয়ের সঙ্গে ৫-০তে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলাদেশ। এর পর একে একে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যেন উড়তে চাইছেন দলের ক্রিকেটাররা। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে যোগ হয়েছে ব্যক্তিগত অর্জনের ঝুলি। সাকিবের ক্ষেত্রে বছরটা তো ষোলোকলায় পূর্ণ হওয়ার।
গতকালের ম্যাচে সাকিব পেয়েছেন ২০০ উইকেট। সে সঙ্গে ঢুকে পড়েছেন ওয়ানডে ক্রিকেটের একটি অভিজাত ক্লাবে। সপ্তম ক্রিকেটার হিসেবে চার হাজার রান করার পাশাপাশি ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব এ মুহূর্তে সাকিবের।
সাকিবের আগে চার হাজার রান ও ২০০ উইকেটের অভিজাত ক্লাবের ‘সদস্য’ হয়েছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাক এবং নিউজিল্যান্ডের ক্রিস হ্যারিস ও ক্রিস কেয়ার্নস। তবে ব্যাটিং-বোলিং দুই বিভাগে সাকিবই সবচেয়ে ধারাবাহিক।