প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির আবদার
বাংলাদেশের মানুষ এখন প্রিয় ক্রিকেটারদের আরেকটি অসাধারণ সাফল্যে অগ্রিম ঈদের আনন্দে মাতোয়ারা। পাকিস্তান-ভারতের পর দক্ষিণ আফ্রিকাকেও ওয়ানডে সিরিজে হারানোর উচ্ছ্বাস ঈদের আনন্দের চেয়ে কিছু কম নয়। এই আনন্দ-উল্লাস যেন একটু বেশি দীর্ঘ হয়, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিনব এক আবদার করেছেন মাশরাফি বিন মুর্তজা। ঈদের ছুটি একদিন বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশের ক্রিকেটের বিস্ময়কর উত্থানের পেছনে সমর্থকদের যে বিশাল অবদান, তা অস্বীকার করা যাবে না। নেচে-গেয়ে-গলা ফাটিয়ে বরাবরই ক্রিকেটারদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়ে আসছেন বাংলাদেশের মানুষ। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এই অবদান ভুলে যাননি ক্রিকেটাররা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল মাশরাফির বাংলায় মন্তব্য, ‘আমাদের সব মানুষকে একদিন বাড়তি ছুটি দিন, প্লিজ। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ।’
এর পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘দর্শকদের ধন্যবাদ। তাঁরা দারুণ। আমাদের সমর্থন করতে থাকুন। আশা করছি, আমরা আরো অনেক কিছু দিতে পারব।’
মাশরাফির দলের কাছ থেকে বাংলাদেশের মানুষেরও সেটাই প্রত্যাশা।