প্রথম দিনেই হ্যাটট্রিকের রোমাঞ্চ!
টি-টোয়েন্টির প্রভাবে ক্রিকেটে এখন চলছে ব্যাটসম্যানদের রাজত্ব। ঝড়ো ব্যাটিং এখন খুব স্বাভাবিক ঘটনা। এবারের বিশ্বকাপেও যে ব্যাটসম্যানদের জয়গান রচিত হতে যাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেল প্রথম দিনেই। ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড করল ৩৩১ রান। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৪২ রান। তবে ব্যাটসম্যানদের দাপটের মধ্যেও হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব অর্জন করলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন।
অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ তিন বলে ব্র্যাড হ্যাডিন, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল জনসনকে আউট করে ওয়ানডে ক্রিকেটের ৩৭তম হ্যাটট্রিক করেছেন তিনি। তিনজনই আউট হয়েছেন ক্যাচ দিয়ে।
অস্ট্রেলিয়া ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে ফিনকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ থার্ডম্যানে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়েন হ্যাডিন। পরের বলে লং-অফে দারুণ এক ক্যাচ ধরেন জো রুট, আউট হন ম্যাক্সওয়েল। শেষ বলে জনসন মিড-অনে দাঁড়ানো জেমস অ্যান্ডারসনকে ক্যাচ দিলে হ্যাটট্রিকের উল্লাসে মেতে ওঠেন ফিন।
ওয়ানডে বিশ্বকাপে এটা অষ্টম হ্যাটট্রিক। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টে এর আগে ভারতের চেতন শর্মা, পাকিস্তানের সাকলায়েন মুশতাক, শ্রীলঙ্কার চামিন্ডা ভাস ও লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার ব্রেট লি এবং ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ হ্যাটট্রিক করেছিলেন। এর মধ্যে মালিঙ্গা বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন দুবার।
ওয়ানডেতে ইংল্যান্ডের পক্ষে ফিনের আগে হ্যাটট্রিক করেছেন জেমস অ্যান্ডারসন, স্টিভ হার্মিসন ও অ্যান্ড্রু ফ্লিনটফ।