আবারও হাসপাতালে পেলে
শারীরিক অবস্থার ভালোই অবনতি হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের। দুই মাস আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে।
আট মাস আগে মুত্রথলির ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেলেকে। সে সময় কিডনির পাথর অপসারণের জন্য তাঁকে যেতে হয়েছিল ডাক্তারের ছুরি-কাঁচির নিচে। দুই মাস আগে প্রস্টেট অপারেশনের জন্য আবারও হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলের তিনটি বিশ্বকাপজয়ী এ ফুটবলারকে।
সেই ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতেই আবার হাসপাতালে আসতে হয়েছে পেলেকে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। কয়েক দিনের মধ্যেই অবশ্য হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা পেলের। তবে পেলে কী কারণে ভর্তি হয়েছেন সে ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২১ বছরের ফুটবল ক্যারিয়ারে এক হাজার ৩৬৩টি ম্যাচ খেলে পেলে করেছিলেন এক হাজার ২৮১ গোল। ব্রাজিলের জার্সি গায়ে ৯১ ম্যাচ খেলে করেছেন ৭৭ গোল। ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে যৌথভাবে নির্বাচিত হয়েছিলেন শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে।