টেস্টেও ভালো খেলার প্রত্যয়
ওয়ানেডের সাফল্যে উজ্জীবিত বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও ভালো করতে প্রত্যয়ী স্বাগতিক দল। মঙ্গলবার থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ভালো খেলার লক্ষ্যের কথা জানালেন মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মনে করেন, ভালো ফলাফলের জন্য পুরো পাঁচদিনই ভালো খেলতে হবে।
বিশ্বকাপ থেকেই বাংলাদেশের জয়জয়কার। ক্রিকেটের সেরা আসরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার পর দেশে ফিরে পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকাকে টানা তিনটি ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জাতেও পড়তে হয়েছে। টেস্টের গল্প অবশ্য তেমন সুখকর নয়। গত মাসে ফতুল্লায় ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট বৃষ্টির ‘আশীর্বাদে’ ড্র করলেও মে মাসে পাকিস্তানের কাছে মিরপুর টেস্ট হার মানতে হয়েছিল ৩২৮ রানে।
তার আগে অবশ্য খুলনা টেস্টে তামিম ইকবাল আর ইমরুল কায়েসের ব্যাটিং-বীরত্বে ড্র করেছিল। মুশফিককে অনুপ্রাণিত করছে খুলনার লড়াইটাই।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত আট-নয় মাস ধরে আমরা খুবই ভালো খেলছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও আমরা ভালো খেলেছি। খেলোয়াড়রা বেশ ভালো ফর্মে আছে এখন। সব কিছু ঠিকঠাক হলে আশা করি প্রোটিয়াদের বিপক্ষে টেস্টেও আমরা ভালো করতে পারব।’
মুশফিকের বিশ্বাস, টেস্ট সিরিজে ভালো করতে হলে পাঁচদিনই ভালো খেলতে হবে,
‘একটা টেস্টের প্রতিটি সেশনই গুরুত্বপূর্ণ। তাই ভালো ফল পেতে হলে পাঁচদিনে ১৫টি সেশনই আমাদের ভালো খেলতে হবে। তাহলেই ভালো ফল পাওয়া সম্ভব। অবশ্য ফল নিয়ে আপাতত কোনো চিন্তা নেই আমাদের। আমাদের মূল লক্ষ্য খেলায় মনোযোগ দেওয়া।’
শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করতে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলতে হবে বলে মনে করেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘ওয়ানডে সিরিজ জিতে আমাদের খেলোয়াড়রা এখন মানসিকভাবে উজ্জীবিত। তবে মনে রাখতে হবে আমাদের প্রতিপক্ষের নাম দক্ষিণ আফ্রিকা। তাদের বিপক্ষে ভালো করতে হলে তিন বিভাগেই সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে হবে।’