প্রথম টেস্টে লিটন উইকেটরক্ষক?
আঙুলের চোট থেকে সেরে উঠেছেন বেশিদিন হয়নি। তবু ওয়ানডেতে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে মুশফিক নন, লিটন দাসকে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে। স্বয়ং বাংলাদেশ অধিনায়কের মুখে পাওয়া গেল এমন আভাস।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘চোট থেকে সেরে উঠেছি ঠিকই, তবে টানা পাঁচদিন উইকেটকিপিং করা আমার জন্য কষ্টকর হবে। তাই চট্টগ্রাম টেস্টে লিটন দাসের উইকেটকিপিং করার সম্ভাবনা রয়েছে। অবশ্য এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
গত মাসে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে লিটনের উইকেটরক্ষণ আর ব্যাটিং নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘আমি পারছি না বলেই লিটনকে সুযোগ দেওয়া হচ্ছে, এমনটা বলব না। সে নিজের যোগ্যতায় দলে এসেছে। তা ছাড়া ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে সে ভালোই উইকেটকিপিং করেছে। ব্যাটিংও খারাপ করেনি। আশা করি সুযোগ পেলে এবারো সে ভালোভাবে নিজেকে মেলে ধরবে।’
শুধু লিটন নয়, তামিম-ইমরুল-মুমিনুলেরও প্রশংসা করলেন মুশফিক, ‘বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা এখন ফর্মে আছে। বিশেষ করে ইমরুল কায়েস, মুমিনুল হক ও তামিম ইকবাল ভালো ব্যাটিং করছে। আশা করি এবারো তারা ব্যাট হাতে দৃঢ়তা দেখাবে। তারা সাফল্য পেলে অন্যরাও উজ্জীবিত হবে। টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করলে অন্যদের জন্য কাজটা সহজ হয়ে যায়।’
বাংলাদেশের ক্রিকেটের হালের ‘সেনসেশন’ মুস্তাফিজুর রহমান। এই প্রতিভাবান বাঁ-হাতি পেসারের কি টেস্টে অভিষেক হবে? এমন প্রশ্নে মুশফিক কিছুটা দ্বিধা-দ্বন্দ্বে, ‘চট্টগ্রামের বর্তমান কন্ডিশন মুস্তাফিজের খেলার জন্য উপযুক্ত। আমিও তাকে খেলানোর পক্ষে। অবশ্য এখনো একাদশ ঠিক হয়নি। মুস্তাফিজ খেলবে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’