প্রোটিয়াদের বোলিংকে সমীহ মুশফিকের
এমনিতেই দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ শক্তিশালী। তার ওপর টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর বোলার ডেল স্টেইন যোগ দেওয়ায় প্রোটিয়াদের বোলিং-শক্তি বেড়ে গেছে বহু গুণ। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে তাই প্রতিপক্ষের বোলিং সম্পর্কে সমীহ।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ যে বিশ্বমানের, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে তাদের বোলিং আক্রমণ ভারসাম্যপূর্ণ। স্টেইন যোগ দেওয়ায় তাদের বোলিং আক্রমণ আরো শক্তিশালী হয়েছে।’
অবশ্য সমীহ করলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের অতিথি বোলারদের মোকাবিলা করার সামর্থ্য আছে বলেই মুশফিকের বিশ্বাস, ‘যে কোনো উইকেটেই প্রোটিয়া বোলারদের ভালো করার ক্ষমতা আছে। তবে তাদের মোকাবিলা করার সামর্থ্যও আমাদের আছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন ভালো ফর্মে আছে। এটা আমাদের আত্মবিশ্বাস জোগাতে পারে।’
তবে মুশফিক কিছুটা চিন্তিত উইকেট নিয়ে, ‘বৃষ্টির ফলে উইকেটের ধরন পাল্টে যেতে পারে। আমরা যখন প্র্যাকটিস করছিলাম তখনো উইকেট পুরোপুরি প্রস্তুত হয়নি। তাই উইকেট ভালোভাবে দেখা হয়নি। সে কারণে আমাদের একাদশও ঠিক হয়নি। কাল সকালে উইকেট দেখেই একাদশ ঠিক করা হবে। টেস্টের জন্য আমাদের সেরা দলটাই নামানো হবে।’