প্রোটিয়াদের ২০ উইকেট নেওয়ার স্বপ্ন হাথুরুসিংহের
বোলিং তো বটেই, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপও শক্তিশালী। যদিও দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলিং দাপটের সামনে প্রোটিয়া ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারেননি। ওয়ানডের সাফল্যে উজ্জীবিত বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশ্বাস, চট্টগ্রাম টেস্টে অতিথিদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য বাংলাদেশের আছে।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে পিছিয়ে রাখার উপায় নেই। তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের ব্যাটসম্যান আছে। তারপরও তাদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আমাদের বোলারদের আছে। তাই প্রথম টেস্টে ফল বাংলাদেশের পক্ষে আসতেও পারে।’
ওয়ানডের পর টেস্টেও প্রোটিয়া-বধে স্পিন বোলিংকে গুরুত্ব দেওয়ার পক্ষে এই শ্রীলঙ্কান কোচ, ‘এটা ঠিক যে কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে পেসারদের বেশি খেলানো উচিত। তবে আমাদের বোলিং আক্রমণের শক্তিশালী দিক হলো স্পিন। তাই আমি স্পিন আক্রমণকেই বেশি গুরুত্ব দিতে চাই। আমার মনে হয়ে স্পিনাররাই আমাদের সাফল্য এনে দেবে।’
ওয়ানডের সাফল্যকে পেছনে ফেলে হাথুরুসিংহে এখন তাকিয়ে টেস্টের চ্যালেঞ্জের দিকে, ‘ওয়ানডেতে আমরা মনে রাখার মতো সাফল্য পেয়েছি। তবে টেস্ট আর ওয়ানডে ভিন্ন ফরম্যাটের ক্রিকেট। তাই আগে কী হয়েছে সেটা ভেবে বসে থাকলে চলবে না। টেস্টের জন্য আমাদের নতুন উদ্যমে মাঠে নামতে হবে।’
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের একাদশ এখনো চূড়ান্ত হয়নি বলে জানালেন বাংলাদেশের কোচ, ‘কন্ডিশন দেখেই আমাদের দল গঠন করতে হবে। খেলা শুরু হওয়ার আগে উইকেট দেখে একাদশ নির্বাচন করার পাশাপাশি পরিকল্পনাও ঠিক করা হবে।’