টেস্ট সিরিজ জয়ের আশাবাদ আমলার
টি-টোয়েন্টিতে সাফল্য পেলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে ওয়ানডের হতাশা ভুলে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ঘুরে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। তাঁর লক্ষ্য টেস্ট সিরিজ জয়।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে আমলা বলেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ অসাধারণ খেলছে। কয়েক মাস ধরেই তাদের দারুণ পারফরম্যান্স। তবে টেস্ট আর ওয়ানডে ভিন্ন ধরনের ক্রিকেট। ওয়ানডের হতাশা ভুলে টেস্ট সিরিজ জয়ে আমরা আত্মবিশ্বাসী।’
ফাস্ট বোলার ডেল স্টেইন যোগ দেওয়ায় দক্ষিণ আফ্রিকার বোলিং-শক্তি অনেক বেড়েছে বলে মনে করেন আমলা, ‘স্টেইনের মতো বোলার থাকা মানে একটি দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাওয়া। যেকোনো উইকেটে ভালো বল করার সামর্থ্য তার আছে। আশা করি বাংলাদেশের বিপক্ষে সে ভালো করবে।’
অবশ্য তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতি নিয়ে বেশ হতাশ প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক, ‘টেস্ট আর ওয়ানডেতে এ মুহূর্তে বিশ্বসেরা ব্যাটসম্যানদের তালিকায় ওপরের দিকেই রাখতে হবে ডি ভিলিয়ার্সকে। তার না থাকা আমাদের জন্য হতাশার। তবে তার জায়গায় নতুনদের পরখ করার সুযোগ করে দিয়েছে আমাদের।'
নতুনদের নিয়ে আমলার মনে আস্থার অভাব নেই, ‘জ্যাক ক্যালিস ও গ্রায়েম স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটার অবসর নেওয়ায় আমাদের ব্যাটিং শক্তি আগের তুলনায় কমেছে। যারা নতুন এসেছে তাদের নিয়ে একটা শক্তিশালী ব্যাটিং লাইনআপ গড়ে তোলার চেষ্টা করছি। আশা করি এদের নিয়ে ধীরে-ধীরে একটা ভালো দল গড়ে তোলা সম্ভব হবে।’
ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করা কাগিসো রাবাদার চট্টগ্রামে টেস্ট অভিষেক হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘ওয়ানডের পারফরম্যান্স বিবেচনায় রাবাদা টেস্ট দলে সুযোগ পাওয়ার দাবিদার। তবে সে খেলবে কি না তা এখনো ঠিক হয়নি।’