এবার মুস্তাফিজের টেস্ট অভিষেক
গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব। শুরুটা যথেষ্ট আশাজাগানো—২০ রানে ২ উইকেট। মুস্তাফিজুর রহমান অবশ্য আলোড়ন তুলেছিলেন গত মাসে, জীবনের প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট তুলে নিয়ে। এই প্রতিভাবান বাঁহাতি পেসারের অসাধারণ নৈপুণ্যে ভারতকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারিয়ে ক্রিকেট-ইতিহাসের অন্যতম সাফল্য পেয়েছে বাংলাদেশ। ছয়টি ওয়ানডে খেলে ১৮ উইকেট পাওয়া মুস্তাফিজ এবার টেস্ট অভিষেকের আনন্দেও অধীর।
মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশের ৭৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে মুস্তাফিজের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে তাঁর মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন আরেক পেসার রুবেল হোসেন।
‘টিম ইন্ডিয়া’র বিপক্ষে সাফল্য দিয়েই মুস্তাফিজের পাদপ্রদীপের আলোয় উঠে আসা। জীবনের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট তুলে নিয়ে একটা রেকর্ড গড়েছিলেন তিনি। তিন ম্যাচের সেই সিরিজে তাঁর শিকার ছিল ১৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও মুস্তাফিজের পারফরম্যান্স ভালোই। প্রথম ম্যাচে কোনো উইকেট না পেলেও পরের দুই ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। সাফল্যের ধারাবাহিকতায় মাত্র ১৯ বছর বয়সেই তাই তিনি টেস্ট দলে।
সাতক্ষীরার একটি গ্রাম থেকে উঠে আসা মুস্তাফিজকে চট্টগ্রাম টেস্টের প্রথম একাদশে রাখা প্রসঙ্গে অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর যুক্তি, ‘মুস্তাফিজের বোলিং স্টাইল আর দশজনের চেয়ে কিছুটা আলাদা। চট্টগ্রামের স্লো পিচের কথা মাথায় রেখে তাকে সুযোগ দেওয়া হয়েছে। ওয়ানডের সাফল্যও তার টেস্ট দলে সুযোগ পেতে বড় ভূমিকা রেখেছে।’
ওয়ানডের মতো টেস্টেও মুস্তাফিজের সাফল্য নিয়ে আশাবাদী বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান নান্নু, ‘আমার বিশ্বাস, মুস্তাফিজ টেস্টেও ভালো করবে। তার সেই সামর্থ্য আছে।’