টেস্ট অভিষেকেও উজ্জ্বল মুস্তাফিজ
শুধু বাংলাদেশের নয়, মুস্তাফিজুর রহমান যে বিশ্ব ক্রিকেটেরই এক ধ্রুবতারা, তা বোধ হয় এখন বলেই দেওয়া যায়! দুর্দান্ত বোলিংয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে ধসিয়ে দেওয়ার পর টেস্ট অভিষেকেও ঔজ্জ্বল্য ছড়িয়ে দিয়েছেন এই প্রতিভাবান বাঁহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এক ওভারে তিন উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী মুস্তাফিজ।
তিনটি আউটের ধরন ভিন্ন বলেই হয়তো মুস্তাফিজের কীর্তি দীর্ঘদিন মনে থাকবে ক্রিকেট-ভক্তদের। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা, জেপি ডুমিনি ও কুইন্টন ডি কককে তিনি আউট করেছেন তিনভাবে।
নিজের চতুর্দশ ওভারের প্রথম বলে মুস্তাফিজ আউট করেন আমলাকে। দারুণ এক অফকাটারে বিভ্রান্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রোটিয়াদের এই দলটির সেরা ব্যাটসম্যানের অবদান ১৩ রান।
পরের বলে ডুমিনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন মুস্তাফিজ। আম্পায়ার প্রথমে এলবিডব্লিউর আবেদনে সাড়া না দিলেও রিভিউয়ে দেখা গেছে, বল ডুমিনির প্যাডে না লাগলে উড়িয়ে দিত মিডল ও লেগস্টাম্প। ওভারের তৃতীয় বল ঠান্ডা মাথায় ঠেকিয়ে দেন কুইন্টন ডি কক। কিন্তু তার পরের বলেই ডি ককের অফস্টাম্প উড়ে গেছে অসাধারণ ইনসুইঙ্গারে। ডুমিনির মতো ডি ককও রানের খাতা খুলতে পারেননি। সেই ওভারে দক্ষিণ আফ্রিকাও নিতে পারেনি কোনো রান। ফলে অভিষেকেই ‘ট্রিপল উইকেট মেইডেন’-এর কীর্তি গড়েছেন মুস্তাফিজ।
টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের বিপক্ষে মুস্তাফিজের এমন সাফল্যে নিশ্চয়ই আলোচনার ঝড় তুলবে ক্রিকেট-বিশ্বে।