চট্টগ্রাম টেস্টে বৃষ্টির যন্ত্রণা
চট্টগ্রাম টেস্টে রোদ-বৃষ্টির লুকোচুরি চলছেই। দ্বিতীয় দিন চা-বিরতির পর মাত্র ১০ ওভার খেলা হতে পেরেছিল। বৃহস্পতিবার তৃতীয় দিনেও বৃষ্টির যন্ত্রণা। মধ্যাহ্ন-বিরতির সময় বৃষ্টি নামায় আধা ঘণ্টা খেলা নষ্ট হয়েছিল। বিকেল সোয়া চারটার দিকে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস চলার সময় আবার বৃষ্টি নামলে আর খেলা হতে পারেনি। তাই বিনা উইকেটে ৬১ রান নিয়ে দিন শেষ করেছে প্রোটিয়ারা। স্টিয়ান ভ্যান জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত। ৭৮ রানের লিড পাওয়া বাংলাদেশ এগিয়ে আছে ১৭ রানে।
বাংলাদেশের বিপক্ষে এর আগে আটটি টেস্টের সবগুলোতেই জিতেছিল প্রোটিয়ারা। এর মধ্যে সাতটিতেই ইনিংস ব্যবধানে জয়। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে যে ম্যাচে প্রোটিয়ারা পাঁচ উইকেটের জয় পেয়েছিল, সেটিতে বাংলাদেশ লিড নিয়েছিল। চট্টগ্রামে প্রথম টেস্টে আবারও লিড নেওয়ার উচ্ছ্বাস স্বাগতিকদের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অতিথিদের প্রথম ইনিংস ২৪৮ রানে গুটিয়ে দিতে সবচেয়ে বড় অবদান মুস্তাফিজুর রহমানের। অভিষেক টেস্টে এক ওভারে তিনটিসহ ৩৭ রানের চার উইকেট নিয়েছেন এই প্রতিভাবান বাঁ-হাতি পেসার। ৫৩ রানে লেগস্পিনার জুবায়ের হোসেনের শিকার তিনটি।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৩২৬ রানে পৌঁছেছে মাহমুদউল্লাহ (৬৭), তামিম ইকবাল (৫৭), লিটন দাস (৫০) ও সাকিব আল হাসানের (৪৭) সৌজন্যে। তিনটি করে উইকেট নিয়েছেন ফাস্ট বোলার ডেল স্টেইন ও অফস্পিনার সাইমন হার্মার।