তামিম-কাণ্ডে ডি ককের শাস্তি
দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালকে ধাক্কা দেওয়ায় রাইলি রুসোর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সেই তামিমের সঙ্গেই বিবাদে জড়িয়ে শাস্তি পেয়েছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষককে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিন মধ্যাহ্ন-বিরতির সময় আলোচিত ঘটনাটার জন্ম। আম্পায়ার বেল তুলে বিরতির নির্দেশ দেওয়ার সঙ্গে-সঙ্গে কনুই দিয়ে তামিমকে ধাক্কা মারেন ডি কক। হাশিম আমলা ও ডেল স্টেইনের হস্তক্ষেপে দুজনের তিক্ততা অবশ্য বেশি দূর গড়ায়নি।
তামিম-ডি ককের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল দিনের শুরু থেকেই। উইকেটের পেছনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছিলেন ডি কক। প্রায় প্রত্যেক বল হওয়ার পরই এমন আচরণ করছিলেন তিনি। মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে এ নিয়ে দুজনের মধ্যে একবার কথা কাটাকাটিও হয়েছিল।
দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও জোয়েল উইলসন এ বিষয়ে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে রিপোর্ট করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ডি ককের ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে ব্রডের বক্তব্য, ‘ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে ডি কককে জরিমানা করা হয়েছে।’
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫৭ করেছেন তামিম। নিজের শহরের মাঠে এটা তাঁর পঞ্চম অর্ধশতক।