বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই শুধু পুরো সময় খেলা হতে পেরেছিল। দ্বিতীয় ও তৃতীয় দিনের মতো শুক্রবার চতুর্থ দিনেও হানা দিয়েছে বৃষ্টি। আগের দুদিন খেলা হলেও শুক্রবার একটি বলও মাঠে গড়াতে পারেনি। দুপুর দেড়টার দিকে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা হোটেল থেকে মাঠেই যাননি। বাংলাদেশ দল অবশ্য দুপুর ১টার দিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গিয়ে পৌঁছায়। কিন্তু একটানা বৃষ্টি পুরো দিনের খেলাই ভাসিয়ে দিয়েছে।
ওয়ানডে সিরিজ জিতে উজ্জীবিত বাংলাদেশ ম্যাচের প্রথম দিন থেকেই চালকের আসনে। অভিষিক্ত মুস্তাফিজুর রহমান (৪/৩৭) ও পঞ্চম টেস্ট খেলতে নামা জুবায়ের হোসেনের নৈপুণ্যে (৩/৫৩) ২৪৮ রানে গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জবাবে মাহমুদউল্লাহ-তামিম-লিটনের তিন অর্ধশতকে ৩২৬ রান করে ৭৮ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল প্রোটিয়াদের। স্টিয়ান ভ্যান জিল (৩৩*) আর ডিন এলগারের (২৮*) দৃঢ়তায় বিনা উইকেটে ৬১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অতিথিরা। তাই জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু বৃষ্টির যন্ত্রণায় ম্যাচটা ড্রয়ের দিকেই এগোচ্ছে সম্ভবত।