হতাশ মুশফিক দুষলেন প্রকৃতিকে
চট্টগ্রাম টেস্টে ৭৮ রানের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টিতে শেষ দুদিন একটিও বল না হওয়ায় সেই স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে। টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দলকে বাগে পেয়েও হারানোর সুযোগ হাতছাড়া হওয়ায় মুশফিকুর রহিম ভীষণ হতাশ। বাংলাদেশ অধিনায়কের ধারণা, বৃষ্টি বাগড়া না দিলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও দিতে পারতেন তাঁরা।
শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘ম্যাচের তৃতীয় দিন পর্যন্ত যে অবস্থা ছিল, তাতে আমরা জিততেও পারতাম। তবে আবহাওয়ার ওপরে তো কারো হাত নেই। এটা আমাদের মেনে নিতে হবে।’
যদিও খেলা না হওয়ার হতাশা ভুলতে পারছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘এমন সুযোগ সব সময় আসে না। খেলা পুরো হলে ফল আমাদের পক্ষে আসতেও পারত। এই ম্যাচে আমাদের খেলোয়াড়রা যথেষ্ট ভালো করেছে। ভালো অবস্থানে থাকার কারণে খেলা না হওয়া আমাদের জন্য অবশ্যই হতাশার।’
দক্ষিণ আফ্রিকা দলের একটি পুরোনো ‘সমস্যা’র কথা তুলে ধরে মুশফিকের আক্ষেপ, ‘দক্ষিণ আফ্রিকা দল যে চাপে পড়লে ভেঙে পড়ে, তা কারোরই অজানা নয়। আমাদের সামনে তাই তাদের চেপে ধরার দারুণ সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি সব হিসাব-নিকাশ পাল্টে দিল।’