‘আত্মবিশ্বাস নিয়েই ঢাকায় ফিরছে বাংলাদেশ’
এর আগে একবারই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নিয়েছিল বাংলাদেশ, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে। চট্টগ্রামে টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো লিড নিলেন সাকিব-মুশফিকরা। এটা দলের জন্য ইতিবাচক দিক বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম টেস্ট থেকে অর্জিত আত্মবিশ্বাস মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে ভালোই কাজে আসবে বলে তাঁর বিশ্বাস।
শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘চট্টগ্রাম টেস্টে আমাদের বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। বোলারদের অসাধারণ পারফরম্যান্স, স্পেশালিস্ট ব্যাটসম্যানদের রান পাওয়া এবং প্রথম ইনিংসে লিড নেওয়া। এসব সাফল্যের আত্মবিশ্বাস ঢাকা টেস্টে আমাদের প্রেরণা জোগাবে।’
ঢাকায় ভালো খেলার ধারাবাহিকতার লক্ষ্যের কথা জানিয়ে তাঁর মন্তব্য, ‘বোলাররা দায়িত্ব নিয়ে বল করেছে, ব্যাটসম্যানরাও দৃঢ়তা দেখিয়েছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শেষ টেস্টে ফল আমাদের পক্ষে আসতে পারে। আমি আশাবাদী, ঢাকায় ছেলেরা ধারাবাহিকতা ধরে রাখবে।’
শুধু দল নয়, নিজের পারফরম্যান্স নিয়েও আশাবাদী মুশফিক, ‘বেশ কিছুদিন ধরে যে বড় ইনিংস খেলতে পারছি না, তা আমিও বুঝতে পারছি। আশা করি ঢাকায় দুই ইনিংসের অন্তত একটিতে ভালো করব। সে জন্য নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’
ভালো ব্যাটিংকে পবিত্র দায়িত্ব বলেই মনে করছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘দলের একজন সিনিয়র খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে আমি ভালো করতে পারলে অন্যরাও অনুপ্রাণিত হবে। তখন জুনিয়রদের মধ্যেও ভালো করার আগ্রহ জন্মাবে।’