শেষটাও ভালো করতে উদগ্রীব মুশফিক
সাফল্যের সূচনা বিশ্বকাপ থেকে। ক্রিকেটের সেরা আসর থেকে ইংল্যান্ডকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া বাংলাদেশ শেষ আটের লড়াইয়ে বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে হার মেনেছিল ভারতের কাছে। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর থেকেই জয়জয়কার। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ আর ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানো বাংলাদেশ এখন মৌসুমের শেষ প্রান্তে। প্রোটিয়াদের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের পর দীর্ঘদিনের বিরতি। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তাই শেষটা ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘মৌসুমটা দারুণভাবে শুরু হয়েছিল আমাদের। আশা করছি দারুণভাবেই শেষ করতে পারব। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। তাই আশা করি শেষটাও খারাপ হবে না। দলের খেলোয়াড়রাও নিজেদের মেলে ধরতে মুখিয়ে আছে।’
তবে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো করার জন্য মানসিক দৃঢ়তার ওপর জোর দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, ‘দক্ষিণ আফ্রিকা খুবই ব্যালান্সড দল। চট্টগ্রামে ড্র করায় এই ম্যাচে জেতার জন্য মরিয়া হয়ে থাকবে তারা। তাদের মোকাবিলার জন্য আমাদের মানসিক দৃঢ়তা থাকা খুব জরুরি।’
চট্টগ্রামে সাফল্যের হাত ধরে ঢাকাতেও ভালো করার আশাবাদ মুশফিকের, ‘চট্টগ্রাম টেস্টের তিন দিনই আমাদের আধিপত্য ছিল। বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয়েছে। তবে ঢাকায় আমাদের সামনে ভালো করার দারুণ সুযোগ।’
শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে সামর্থ্যের প্রমাণ দিতে উন্মুখ বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘দক্ষিণ আফ্রিকা বিশ্বের এক নম্বর টেস্ট দল। এমন শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলেই আমরা নিজেদের প্রমাণ করতে চাই। সবাইকে দেখাতে চাই, টেস্ট ক্রিকেটেও আমাদের পক্ষে ভালো করা সম্ভব।’
অবশ্য আরো বেশি টেস্ট খেলতে না পারার হতাশা লুকিয়ে রাখতে পারেননি মুশফিক, ‘টেস্ট ক্রিকেটে আমরা এখনো কিছুটা পিছিয়ে আছি। তার কারণ আমাদের বড় দৈর্ঘ্যের ক্রিকেট খুব বেশি খেলার সুযোগ হয় না। তাই টেস্টে আমাদের ধারাবাহিকতায় ঘাটতি আছে।’