মাইলফলক ছুঁয়েও নির্বিকার স্টেইন
শন পোলকের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এমন দারুণ কীর্তি গড়েও এটাকে নিজের সেরা অর্জন বলতে নারাজ ডেল স্টেইন। এই গতি-তারকার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই বড় কথা।
বৃহস্পতিবার মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্টেইন বলেন, ‘৪০০ বা ৫০০ উইকেট নেওয়ার লক্ষ্য নিয়ে কখনো খেলতে নামিনি। দলের সাফল্যে অবদান রাখতে পারাই আমার কাছে আনন্দের। সেটাই আমার কাছে বড় ব্যাপার।’
অবশ্য এমন মাইলফলক স্পর্শ করার উচ্ছ্বাস লুকিয়েও রাখতে পারেননি তিনি, ‘যে কোনো বোলারের জন্যই ৪০০ উইকেট নিতে পারা খুশির ব্যাপার। আমারও খুব ভালো লাগছে। তবে এটাকে আমার ক্যারিয়ারের সেরা কীর্তি বলব না।’
দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে দলের সাফল্যে দারুণ খুশি স্টেইন, ‘আমাদের বোলাররা আজ সত্যিই ভালো বল করেছে। তাই প্রথম দিনটা আমাদেরই ছিল বলা যায়। আশা করি সাফল্যের এই ধারাবাহিকতা বাকি চার দিনও ধরে রাখতে পারব। তাহলে ফল আমাদের পক্ষে আসবে বলেই আমার বিশ্বাস।’
৮০তম টেস্ট খেলতে নেমে ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়া স্টেইন ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও একদম নির্বিকার, ‘তেমন কোনো লক্ষ্য নেই আমার। আপাতত দলের জন্য ভালো খেলাই প্রধান লক্ষ্য।’