স্কয়ার ড্রাইভ
বিশ্বকাপে ‘ছোট’ ম্যাচ বলে কিছু নেই
বিশ্বকাপের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড লড়াইকে অনেকেই হয়তো ‘ছোট’ ম্যাচ’ বলবেন। কিন্তু আমি বলব বিশ্বকাপে ছোট ম্যাচ বলে কিছু নেই।
এই প্রতিযোগিতায় ছোট দলগুলোই বড় অঘটন ঘটিয়ে থাকে। এই ম্যাচে ক্যারিবীয়দের জেতা খুব একটা সহজ হবে না।
বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশকে হারিয়ে আয়ারল্যান্ড জানিয়ে দিয়েছে তারা দুর্বল দল নয়। যে কোনো দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য তাদের আছে।
গত বিশ্বকাপে তারা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল। এবারও তেমন কিছু করলে আমি অন্তত অবাক হব না।
তাই বলে আমি ওয়েস্ট ইন্ডিজকে খাটো করে দেখছি না। ক্যারিবীয়রা সব দিক দিয়েই যে আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে আছে, তাতে কোনো সন্দেহ নেই।
কিন্তু দলটিকে এখন খুব একটা গোছানো বলে মনে হচ্ছে না। তাই মনে হচ্ছে এই ম্যাচে আয়ারল্যান্ড তাদের ভোগাতে পারে।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।