দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও পড়েছে বৃষ্টির বাধার মুখে। সকাল থেকেই ভারি বৃষ্টির কারণে মাঠে যেতে পারেননি ক্রিকেটাররা। আছেন হোটেলেই। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত অপেক্ষা করার পরও কমেনি বৃষ্টির প্রকোপ। ফলে পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
urgentPhoto
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনের খেলা অবশ্য হয়েছিল নির্বিঘ্নেই। টস জিতে ব্যাট করতে নেমে আট উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ৬৫ রানের লড়াকু ইনিংস খেলে আউট হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও জেপি ডুমিনি। তামিমকে আউট করে স্টেইন ছুঁয়েছেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছিল বৃষ্টি। চট্টগ্রামেও প্রথম দিনের খেলা হয়েছিল নির্বিঘ্নে। দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি। আর শেষ দুদিনের খেলা মাঠেই গড়াতে পারেনি বৃষ্টির জন্য।