তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
সকাল থেকেই ভারি বৃষ্টি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা তাই নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় শুরু হতে পারেনি। দুপুরে বৃষ্টি থেমে আশার আলো জ্বালিয়েছিল। দেড়টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করে সোয়া ২টা থেকে খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন আম্পায়াররা। কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়ায় বল আর মাঠে গড়াতে পারেনি। ৩টার দিকে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
urgentPhoto
দুই ম্যাচের এই টেস্ট সিরিজের পিছু ছাড়ছে না বৃষ্টি। চট্টগ্রামের পর ঢাকাতেও বৃষ্টির দাপট অব্যাহত আছে। মিরপুরে প্রথম দিনের খেলা নির্বিঘ্নে সম্পন্ন হলেও দ্বিতীয় দিন একটি বলও হতে দেয়নি বৃষ্টি। তৃতীয় দিনের ভাগ্যেও লেখা হলো একই পরিণতি। তাই প্রথমটির মতো দ্বিতীয় ও শেষ টেস্টও সম্ভবত ড্রয়ের দিকে এগোচ্ছে।
টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ৬৫ রানের লড়াকু ইনিংস খেলে আউট হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও জেপি ডুমিনি। তামিমকে আউট করে স্টেইন ছুঁয়েছেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছিল বৃষ্টি। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা নির্বিঘ্নে হয়েছিল। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যাঘাত ঘটায় বৃষ্টি। আর শেষ দুই দিন একটি বলও হতে পারেনি।