মাহমুদউল্লাহর মনে খেলতে না পারার দুঃখ
বৃষ্টি মিরপুর টেস্টের তিন দিনই ভাসিয়ে নিয়ে গেছে। চট্টগ্রাম টেস্টে তা-ও তিনদিন খেলা হয়েছিল। শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনের পর একটি বলও হতে পারেনি। সেজন্য আর সবার মতো বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহও ভীষণ হতাশ, দুঃখভারাক্রান্ত।
রোববার টানা তৃতীয় দিনের মতো খেলা পরিত্যক্ত ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘পাঁচদিন খেলার মানসিকতা নিয়ে মাঠে নেমে আপনি দেখলেন টানা তিনদিন খেলা পরিত্যক্ত। এটা যে কারো জন্যই হতাশার। আমাদের জন্যও। খেলা হলে খুব ভালো লাগত। তবে আবহাওয়ার ওপরে তো কারো হাত নেই। দেখা যাক কাল কী হয়।’
সোমবার বল মাঠে গড়ালেও চট্টগ্রামের পর মিরপুর টেস্টও যে ড্র হতে যাচ্ছে, তা মোটামুটি নিশ্চিত। আইসিসি টেস্ট র্যাংকিয়ের এক নম্বর দলের সঙ্গে টানা দুই ম্যাচ ড্র করতে পারলে বাংলাদেশের পয়েন্ট বাড়বে। তবে এভাবে এগিয়ে যাওয়ার চেয়ে খেলা হলেই ভালো হতো বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘এভাবে পয়েন্ট পাওয়ার চেয়ে খেলা হলেই বেশি উপভোগ করতাম আমরা। হার-জিত যা-ই হোক পুরো পাঁচদিন খেলা হলেই আমাদের জন্য ভালো হতো। তাহলে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে পারতাম।’
শুধু বৃষ্টিতে খেলা না হওয়ার জন্যই নয়, এই ম্যাচসহ টানা চার টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান শতক করতে পারেনি বলেও হতাশ মাহমুদউল্লাহ। এ প্রসঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানের মন্তব্য, ‘টানা চার টেস্টে আমাদের ব্যাটসম্যানদের তেমন সাফল্য নেই। তারা বড় ইনিংস খেলতে পারেনি। এই চার টেস্টে আমাদের কারো সেঞ্চুরি নেই। সেট হওয়ার পর আউট হয়ে যাওয়ার থেকে হতাশার আর কিছু নেই। এই অবস্থা থেকে দ্রুত বের হয়ে আসতে না পারলে ভবিষ্যতে আরো কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে আমাদের।’