হ্যাটট্রিকে রোনালদোর পাশে মেসি
লা লিগায় নিজের ৩০০তম ম্যাচ দারুণ এক হ্যাটট্রিক দিয়ে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসির পাশাপাশি নেইমার ও লুইস সুয়ারেজের লক্ষ্যভেদে লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
স্প্যানিশ লিগে ২৩তম হ্যাটট্রিক করে মেসি ছুঁয়ে ফেলেছেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। স্পেনের প্রিমিয়ার লিগে দুই ফুটবল-মহাতারকার হ্যাটট্রিকই সবচেয়ে বেশি। ২২টি হ্যাটট্রিক করে তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে আছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেদো ডি স্তেফানো এবং আথলেতিক বিলবাওয়ের তেলমো জারা। এই জারার রেকর্ড ভেঙেই লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি।
এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার লড়াইও জমিয়ে তুলেছেন মেসি। ২৮ গোল নিয়ে এখনো শীর্ষে আছেন রোনালদো। তবে রোববারের হ্যাটট্রিকের পর মেসিও তেমন পিছিয়ে নেই। এবারের লা লিগায় আর্জেন্টাইন তারকার গোলসংখ্যা ২৬।
শুধু নিজে গোল করা নয়, গোল করানোর ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। লা লিগায় সতীর্থদের দিয়ে ১০৬টি গোল করিয়ে মেসি পেছনে ফেলেছেন পর্তুগালের সাবেক তারকা লুইস ফিগোকে। ফিগোর ‘অ্যাসিস্ট’-এর সংখ্যা ১০৫টি।
লেভান্তের বিপক্ষে বার্সার প্রথম গোলের নির্মাতাও মেসি। ১৭ মিনিটে তাঁর পাস থেকে বল পেয়ে গোল করেন নেইমার। ৩৮, ৫৯ ও ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। শেষ গোলটি এসেছে পেনাল্টি থেকে। নেইমারের জায়গায় মাঠে নেমে ৭৩ মিনিটে পঞ্চম গোলটি করেছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
বার্সার বড় জয়ের রাতে হোঁচট খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। সেল্তা ভিগোর মাঠে ২-০ গোলে হেরে যাওয়ায় শিরোপা-লড়াই থেকে বেশ পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার ইসকো ও করিম বেনজেমার গোলে দেপোর্তিভো লা করুনাকে হারানো রিয়াল মাদ্রিদ ৫৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে শ্বাস ফেলছে বার্সা। ৫০ পয়েন্ট সংগ্রহ করা আতলেতিকোর অবস্থান তৃতীয়। তিন দলই ২৩টি করে ম্যাচ খেলেছে।