ম্যাচ রেফারির সিদ্ধান্তে ক্রিকেটাররা অবাক
বৃষ্টিতে টানা তিন দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর সোমবার সকালের রোদ সবার মনে আশা জাগিয়েছিল। ফল যা-ই হোক, শেষ দিনে ব্যাট-বলের লড়াইয়ে অংশ নিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন দুই দলের খেলোয়াড়রা। আগের তিন দিন দুপুরের দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তবে সোমবার সকাল সোয়া ৯টার দিকে আম্পায়ারদের সঙ্গে আলোচনা করে মিরপুর টেস্টের পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যানের এ সিদ্ধান্তে অধিনায়ক মুশফিকুর রহিমসহ বাংলাদেশের ক্রিকেটাররা বিস্মিত।
দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমরা মাঠে আসার পর ওয়ার্মআপ করতে নামার আগেই শুনতে পাই, পঞ্চম দিনের খেলা হচ্ছে না। ভেজা আউটফিল্ড শুকাতে নাকি তিন-চার দিন লাগতে পারে। তাই অফিশিয়ালরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে খেলা হলেই ভালো হতো। হয়তো ম্যাচের ফল আসত না, তবে আমাদের কিছুটা হলেও অর্জন হতো।’
সিদ্ধান্তটা কিছুটা দার্শনিকসুলভ দৃষ্টিভঙ্গিতেই দেখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘ম্যাচ অফিশিয়ালরা ভালো মনে করেছেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। নিশ্চয়ই নিয়ম মেনে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।’
শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ নিয়েও কোনো অভিযোগ নেই বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকের, ‘এই মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো। আমি মনে করি না, এ মাঠের কোনো ত্রুটি আছে। কাভার দিয়ে মাঠের ৯০ ভাগ ঢাকা ছিল। হয়তো পুরোটা ঢাকা সম্ভব ছিল না বলেই কিছু কিছু জায়গা ভেজা ছিল। তাই খেলা হতে পারেনি।’