শিশু হত্যায় মুশফিকের উদ্বেগ, চান সর্বোচ্চ শাস্তি
দেশে শিশু নির্যাতন ও হত্যার সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে গিয়ে সুবিধাবঞ্চিত চিকিৎসাধীন শিশুদের হাতে খেলনা তুলে দেন মুশফিকুর রহিম। এরপর আয়োজিত সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘সংবাদে দেখছি শিশু নির্যাতন, শিশু হত্যা এত পরিমাণে বেড়ে গেছে যে আমাদের জন্য এটা শঙ্কার। আমি অনুরোধ করব এ ব্যাপারে সংশ্লিষ্ট যাঁরা আছেন তাঁরা যেন তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে পারেন।’ তিনি বলেন, ‘যারাই এ জঘন্য কাজ করে তারা যেন ভয় পায়, আর এ জন্য সর্বোচ্চ শাস্তি দিলে একটা মাইলফলক হবে।’
খেলনা দেওয়ার পাশাপাশি শিশু ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন মুশফিক।
সিলেটে রাজন, খুলনায় রাকিব আর সবশেষ বরগুনায় নির্যাতনে শিশু রবিউলের প্রাণহানি, সমাজের নিষ্ঠুরতা, নির্দয়হীনতার চিত্র দিচ্ছে। খবরের অন্তরালে থেকে যাচ্ছে প্রতিদিন নির্যাতনের শিকার হওয়া অসংখ্য শিশুর চাপাকান্না। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।