কষ্টের জয়ে শুরু মোহামেডানের
চ্যাম্পিয়নশিপ লিগ জিতে তিন মৌসুম পর ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠেছে রহমতগঞ্জ। এই দলটিকে হারাতেই ঘাম ছুটে গেছে মোহামেডানের। মৌসুম সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে ঐতিহ্যবাহী দলটি জিতেছে অতিকষ্টে, ২-১ গোলে।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের গোলে এগিয়ে যায় মোহামেডান। ১-০ গোলের ব্যবধান তারা ধরে রেখেছিল বিরতি পর্যন্ত। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় ফিরে আসে রহমতগঞ্জ। ৪৯ মিনিটে সমতা নিয়ে আসা গোলটি করেন নুরুল আফসার।
১-১ গোলের সমতায় খেলা যখন শেষ হওয়ার পথে, ঠিক তখনই গোল করে হাঁফ ছেড়ে বাঁচে মোহামেডান শিবির। ৮৮ মিনিটে মোহামেডানের জয়সূচক গোলদাতা গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা।