ইনিংস ব্যবধানেই হারল অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে নাকানি-চুবানি খাইয়েছেন স্টুয়ার্ট ব্রড। ক্যারিয়ারসেরা বোলিং করে অস্ট্রেলিয়াকে ডুবিয়ে দিয়েছিলেন ৬০ রানে অলআউট হওয়ার তীব্র লজ্জায়। সেই নিয়ে ঠাট্টা-তামাশাও কম হচ্ছে না ক্রিকেট বিশ্বে। দ্বিতীয় ইনিংসে এত খারাপ অবস্থা না হলেও ইনিংস ব্যবধানে হারের লজ্জা এড়াতে পারল না অস্ট্রেলিয়া। ৩৩১ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর ২৫৩ রানে গুটিয়ে গেছে মাইকেল ক্লার্কের দল। ইনিংস ও ৭৮ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে অ্যাশেজ সিরিজও ইংল্যান্ড জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৯১ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। তরুণ ডানহাতি ব্যাটসম্যান জো রুট খেলেছিলেন ১৩০ রানের ঝলমলে ইনিংস। রুটের অষ্টম টেস্ট শতকে ভর করে ইংল্যান্ড অনেকটাই এগিয়ে গিয়েছিল জয়ের পথে।
৩৩১ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর অস্ট্রেলিয়া দিয়েছিল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। উদ্বোধনী জুটিতে ১১৩ রান যোগ করে অবিশ্বাস্য কিছু করে ফেলার ইঙ্গিতই দিয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ক্রিস রজার্স (৫২) ও ডেভিড ওয়ার্নার (৬৪)। কিন্তু টানা দুই ওভারে এই দুজনকেই আউট করে ইংল্যান্ডকে খেলায় ফেরান স্টোকস। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া। প্রচুর সমালোচনার মধ্যে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন আরেকবার। আউট হয়েছেন মাত্র ১৩ রান করে। লজ্জাজনকভাবে অ্যাশেজ হারের পর টেস্ট থেকেও বিদায় নিয়েছেন ক্লার্ক।
সাত উইকেটে ২৪১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে মাত্র ১০.২ ওভার ব্যাটিং করতে পেরেছে অস্ট্রেলিয়া। আগের দিনের সঙ্গে যোগ করতে পেরেছে মাত্র ১২ রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছেন বেন স্টোকস। ২১ ওভার বোলিং করে মাত্র ৩৬ রানের বিনিময়ে নিয়েছেন ছয়টি উইকেট।
অ্যাশেজ সিরিজের এই চতুর্থ টেস্ট জিতে ৩-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ২০ আগস্ট থেকে ওভালে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।