বিদেশে শেখ জামালের শোক দিবস
কিরগিজস্তানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব যখন এফসি আলগার মুখোমুখি, তখন বাংলাদেশে পালিত হচ্ছিল জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে নিহত হয়েছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি। সেদিন নিহত হয়েছিলেন বঙ্গবন্ধুর মেজো ছেলে শেখ জামালও। তাঁর নাম বুকে ধারণ করে গড়ে ওঠা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এএফসি কাপের প্লে-অফ পর্বের টিকেট পেয়েছে জাতীয় শোক দিবসেই।
তবে এমন সাফল্যের উচ্ছ্বাসে ভেসে যায়নি শেখ জামাল। সুদূর কিরগিজস্তানেই শোক দিবস পালন করেছেন শেখ জামালের খেলোয়াড়-কর্মকর্তারা। ক্লাবটির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু জানিয়েছেন, ‘দল সাফল্য পাওয়ায় আমরা খুশি হয়েছি ঠিকই, কিন্তু এই দিনে আমরা বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে সপরিবারে হারিয়েছি বলে খুব খারাপও লাগছে। হারিয়েছি শেখ জামালের মতো প্রতিশ্রুতিশীল তরুণকেও। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা।’
ক্লাব সভাপতি মনজুর কাদেরের নেতৃত্বে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে খেলোয়াড়-কর্মকর্তারা বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সে সময় প্রত্যেকের পরনে ছিল বঙ্গবন্ধুর ছবি সংবলিত টি-শার্ট।