কোর্টে গাঁজার গন্ধ পেয়েছেন জোকোভিচ!
খুব মনোযোগ দিয়ে খেলছিলেন। হঠাৎ পাওয়া গেল গাঁজার গন্ধ। মাথাটাও উঠল কেমন ঝিমঝিম করে। অদ্ভুত শোনালেও ঠিক এমন অভিজ্ঞতার মুখোমুখিই হয়েছেন টেনিসের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। কানাডায় রজার্স কাপের সেমিফাইনালে ঘটেছে এই অদ্ভুত ঘটনা।
রজার্স কাপের সেমিফাইনালে ফ্রান্সের জেরেমি চার্ডির মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। প্রথম সেটটা ৬-৪ ব্যবধানে জেতার পরেই জোকোভিচ অভিযোগ করেছিলেন গাঁজার গন্ধ নিয়ে। কোর্টের রেফারির কাছে গিয়ে বলেছিলেন, ‘কেউ গাঁজা খাচ্ছে। আমি গন্ধ পাচ্ছি। আমার মাথা কেমন ঝিমঝিম করছে।’ পরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘বিশ্বাস করতে পারবেন না যে এটা কেমন খারাপ ব্যাপার ছিল। যে-ই কাজটা করে থাকুক না কেন আশা করছি সে আর ফিরে আসবে না। হয়তো সে সপ্তম স্বর্গে আছে।’
শুক্রবার দ্বৈত প্রতিযোগিতার ম্যাচেও একই রকম ব্যাপার ঘটেছিল বলে অভিযোগ জোকোভিচের। কিন্তু ‘জোকার’ নামে পরিচিত এই সার্বিয়ান তারকা স্বভাবসুলভভাবে রসিকতা করতেও ছাড়েননি ব্যাপারটি নিয়ে। গত শনিবার তিনি বলেছেন, ‘গতকাল ব্যাপারটি ঘটেছিল দ্বৈত ম্যাচে। আজ আবার ঘটল। কেউ নিশ্চয়ই টেনিস কোর্টের চারপাশে ঘোরাঘুরি করে জীবনটা দারুণ উপভোগ করছে।’
তবে গাঁজার গন্ধে মাথা ঝিমঝিম করে উঠলেও সেমিফাইনালে জয় তুলে নিতে কোনো অসুবিধা হয়নি জোকোভিচের। জেরেমি চার্ডিকে তিনি হারিয়েছিলেন ৬-৪, ৬-৪ গেমে।