৫১৩-তে থামল বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রায় পুরোটা সময়ই দাপট দেখিয়েছে বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় দিনে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দিনের শুরুতেই হারিয়েছে তিনটি উইকেট। তবে অধিনায়ক মাহমুদউল্লাহর লড়াকু ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ পার করেছে ৫০০ রানের কোটা। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ৫১৩ রান জমা করে প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা। ৮৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রায় পুরোটা সময়ই দাপট দেখিয়েছিলেন মুমিনুল হক। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক। অপরাজিত ছিলেন ১৭৫ রানে। দ্বিতীয় দিনের শুরুটা করেছিলেন দ্বিশতকের স্বপ্ন চোখে নিয়ে। তবে শেষ পর্যন্ত তেমনটা হলো না। দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরতে হয়েছে মুমিনুলকে। প্রথম দিনের সঙ্গে তিনি যোগ করতে পেরেছেন মাত্র ১ রান। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মোসাদ্দেক হোসেন। ফিরে গেছেন মাত্র ৮ রান করে। ২০ রানের ইনিংস খেলে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েছেন মেহেদী হাসান মিরাজ। অষ্টম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দিয়েছিরেন মাহমুদউল্লাহ ও সানজামুল ইসলাম। শেষ উইকেট জুটিতে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়েও ৩৫ রান যোগ করেছেন মাহমুদউল্লাহ।
প্রথম চার ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছিল ৩৭৪ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা করেছিল বাংলাদেশ। রীতিমতো ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে তামিম ও ইমরুল জমা করেছিলেন ৭২ রান। গড়ে দিয়েছিলেন শক্ত ভীত। এই ৭২ রানের ৫২ রানই এসেছে তামিমের ব্যাট থেকে। ১৬তম ওভারে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছিলেন তামিম। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে ইমরুল যোগ করেছিলেন আরো ৪৮ রান। ২৮তম ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে ইমরুল করেছেন ৪০ রান।
দুই ওপেনারের উইকেট হারানোর পরও দাপুটে ব্যাটিং অব্যাহত রেখেছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে মুমিনুল ও মুশফিক গড়েছিলেন ২৩৬ রানের দারুণ জুটি। তৃতীয় উইকেটে এটিই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড।
তবে শতকের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে সাবেক অধিনায়ক মুশফিককে। ৯২ রান করে ধরতে হয়েছে সাজঘরের পথ। তবে মুমিনুল শতক তো বটেই, এখন ছুটে চলেছেন দ্বিশতক করার পথে। প্রথম দিনের খেলা শেষে ১৭৫ রান করে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৯ রান নিয়ে দিন শেষ করেছেন মাহমুদউল্লাহ। প্রথম দিনের খেলায় হতাশা ছড়িয়েছেন শুধু পাঁচ নম্বরে ব্যাট করতে নামা লিটন দাস। প্রথম বলেই আউট হয়ে শূন্য রানে সাজঘরে ফিরেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।