ছেলেবেলার স্কুলে মেসির চিত্রকর্ম
জাতীয় দলের জার্সি গায়ে বড় কোনো সাফল্য না পাওয়ায় আক্ষেপের শেষ নেই লিওনেল মেসির। বিশ্বকাপের পর কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ায় স্বদেশ আর্জেন্টিনায় তাঁর সমালোচনাও কম হয়নি। তবে মেসির ছেলেবেলার স্কুল বিখ্যাত ছাত্রের কীর্তিতে মুগ্ধ। সেই মুগ্ধতা থেকেই বার্সেলোনা তারকার একটি বিশাল ছবি উপহার দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
১৯৮৭ সালে মধ্য আর্জেন্টিনার শহর রোজারিওতে মেসির জন্ম। জীবনের প্রথম স্কুলও এই শহরেই। চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে নিয়ে স্কুল কর্তৃপক্ষ দারুণ গর্বিত। মেসির প্রতি সম্মান জানিয়ে সম্প্রতি স্কুলের দেয়ালে বিশাল এক ছবি আঁকা হয়েছে।
ব্রাজিলের বিখ্যাত শিল্পী পাউলো কনসেনতিনো এঁকেছেন ৪০ বর্গমিটার আয়তনের ছবিটা। আর্জেন্টিনার জার্সি পরা মেসির বিশাল ছবিটা আঁকতে প্রয়োজন হয়েছে দেড় হাজার লিটার রং। এই চিত্রকর্মে কনসেনতিনোকে সাহায্য করেছে লিওনেল মেসি ফাউন্ডেশন।
বিশাল ছবি আঁকা অবশ্য নতুন কিছু নয় কনসেনতিনোর জন্য। বার্সেলোনার অন্য দুই লাতিন আমেরিকান তারকা নেইমার আর লুইস সুয়ারেজেরও ছবি এঁকেছেন তিনি। ব্রাজিলে এঁকেছেন নেইমারের ছবি, আর উরুগুয়েতে সুয়ারেজের।