ইউরোপসেরা গোলও মেসির
আবারো ব্যক্তিগত সাফল্যের আলোয় উদ্ভাসিত লিওনেল মেসি। গত মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ে সবচেয়ে বড় অবদান রেখে জিতে নিয়েছেন উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। গতবারের চ্যাম্পিয়নস লিগের সেরা গোলটিও বার্সেলোনা তারকার।
দর্শনীয় গোল জীবনে কম করেননি মেসি। তাঁর অনিন্দ্যসুন্দর গোলের তালিকা করতে বসলে তা দীর্ঘ হবেই। তেমনই এক গোল করেছিলেন গত ৬ মে, বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে সেদিন মেসির পায়ের জাদুতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখের শক্তিশালী ডিফেন্স।
দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ৭৭ মিনিটে মেসির গোলেই এগিয়ে যায় বার্সা। তার তিন মিনিট পর অবিস্মরণীয় গোলটির জন্ম। সতীর্থ ইভান রাকিতিচের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার জেরোম বোয়াটেংকে দুর্দান্ত আউটসাইড ডজে বোকা বানিয়ে ছোট বক্সের কাছাকাছি পৌঁছে যান মেসি। ডজটা বুঝতে না পেরে ভারসাম্য হারিয়ে পড়েই গিয়েছিলেন বোয়াটেং। মেসির সামনে তখন এ সময়ের সেরা গোলরক্ষক মানুয়েল নয়ার। বোয়াটেংয়ের মতো নয়ারকেও হতভম্ব করে ডান পায়ের দারুণ এক চিপে বল জালে পাঠিয়ে দেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
উয়েফা বর্ষসেরা ফুটবলারের মতো সেরা গোলের লড়াইয়েও মেসি হারিয়ে দিয়েছেন তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার অনলাইন পাঠকের জরিপে মেসির গোলটি পেয়েছে ৩৯ শতাংশ ভোট। ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হওয়া রোনালদোর গোলটি ছিল লিভারপুলের বিপক্ষে, গ্রুপ পর্বে।