ইন্ডিয়ান ওপেনে সিদ্দিকুরের দারুণ সূচনা
ইনজুরিতে গত বছরটা ভালো কাটেনি। এ বছরের শুরুটাও ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। ফেব্রুয়ারিতেই মালয়েশিয়ান ওপেন ও থাইল্যান্ড ক্লাসিক টুর্নামেন্টে ব্যর্থ হওয়া বাংলাদেশের সেরা গলফার জ্বলে উঠলেন অবশেষে।
সেই জ্বলে ওঠাও এমন এক টুর্নামেন্টে, যেখানে তিনি বর্তমান চ্যাম্পিয়ন। হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন ২০১৩ সালের নভেম্বরে। গত বছর হওয়ার কথা থাকলেও ভারতের নয়াদিল্লিতে এই টুর্নামেন্ট শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।
প্রথম দিন শেষে আরো চারজনের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন সিদ্দিকুর। দিল্লি গলফ ক্লাব মাঠে পারের চেয়ে ছয় শট কম খেলেছেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার।
মালয়েশিয়ান ওপেনে ৭৫ এবং থাইল্যান্ড ক্লাসিক টুর্নামেন্টে ৯১তম হয়ে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল দুটি এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুরকে।