কোম্যান ফিরবেন বিশ্বকাপের আগেই!
ফ্রেঞ্চ ফুটবল তারকা কিংসলে কোম্যান দারুণ এক মৌসুম কাটিয়েছেন বায়ার্ন মিউনিখে। কিন্তু পায়ের গোড়ালির ইনজুরিতে পড়ে ছিটকে যান এই তারকা। গত ফেব্রুয়ারিতে পায়ে অস্ত্রোপচারও করতে হয় এই ২১ বছর বয়সী তারকার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই জুনিয়র তারকা আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে নিজের দেশের জার্সি গায়ে জড়িয়েই মাঠে নামতে পারবেন তিনি।
কোম্যান নিজেই ফ্রেঞ্চ কোচ দিদিয়েরকে জানিয়েছেন, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তিনি। এই ফ্রেঞ্চ ফুটবলারের পায়ের অবস্থা পর্যালোচনা করে শংকা দেখা গিয়েছিল, এই ইনজুরি হয়তো বিশ্বকাপ থেকে ছিটকে দেবে তাঁকে। কিন্তু ১২ মে বুন্দেসলিগায় ফাইনাল রাউন্ডে স্টুটগার্ডের বিপক্ষেই মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে তাঁর।
মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী কোম্যান। তিনি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আগের চেয়ে ভালো অনুভব করছি। ফাইনাল রাউন্ডে আমি মনে হয় স্টুটগার্ডের বিপক্ষে মাঠে নামতে সমর্থ হবো। আমি নিশ্চিত ১৯ তারিখ ডিএফবি-পোকালের ফাইনালও খেলতে পারব। বিশ্বকাপ খেলতে ইনজুরি কোনো সমস্যার সৃষ্টি করবে না। টুর্নামেন্ট শুরুর আগেই আশা করি খেলার জন্য পুরোপুরি ফিট হতে পারব।’
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স ‘সি’ গ্রুপে মুখোমুখি হবে আস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্কের বিপক্ষে। দিদিয়ের শিবির ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু করবে।