কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী
ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর জয়ের নায়ক মিডফিল্ডার খালেদ আহমেদ। শেষ মুহূর্তে খেলার একমাত্র গোল করেন তিনি।
‘সি’ গ্রুপের আগের ম্যাচে ঢাকা আবাহনীর কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় শেষ আটের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হতো ফরাশগঞ্জকে। কিন্তু আবারও হেরে যাওয়ায় ঘরোয়া ফুটবল-মৌসুমের প্রথম টুর্নামেন্ট থেকে শূন্য হাতে বিদায় নিতে হচ্ছে পুরোনো ঢাকার ক্লাবটিকে।
আগামী রোববার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই আবাহনী। ম্যাচটি ড্র হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে ঢাকা আবাহনী।