বিশাল জয়ে শেষ আটে শেখ রাসেল
সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু গোলকাপে তাঁর পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না। তাই কম সমালোচনা শুনতে হয়নি স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিকে। তবে তিনি যে ফুরিয়ে যাননি বৃহস্পতিবার ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে তার প্রমাণ রেখেছেন। তাঁর জোড়া গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র ৫-০ গোলে বিধ্বস্ত করেছে উত্তর বারিধারাকে।
এই জয়ে শেখ রাসেলের কোয়ার্টার ফাইনালে খেলাও নিশ্চিত হয়ে গেল। সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও উঠে গেছে শেষ আটে। আর বারিধারা দুই ম্যাচ হেরেই বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে শেখ রাসেলকে গোলের সূচনা এনে দেন নাইজেরিয়ার ফরোয়ার্ড কিংসলে চিগোজি। আরেক ফরোয়ার্ড মিথুন চৌধুরীর বাড়ানো বল ধরে চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।
চার মিনিট পর শেখ রাসেলের ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে এমিলির পা থেকে। মিডফিল্ডার উইসুফ সিফাতের ক্রসে বল পেয়ে আড়াআড়ি শটে জালে জড়ান দেশের অন্যতম সেরা এই স্ট্রাইকার।
৩৫ মিনিটে এমিলি দলের পক্ষে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার তপু বর্মণের পাসে। এই গোলটি করে এমিলি হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তোলেন।
এমিলি হ্যাটট্রিক পূর্ণ করতে না পারলেও দ্বিতীয়ার্ধে তাঁর দল আরো দুটি গোলের দেখা পায়। বিরতির কিছুক্ষণ পর শেখ রাসেলের পক্ষে চতুর্থ গোল করেন ক্যামেরুনের মিডফিল্ডার পুয়েল। ৫৩ মিনিটে ডিফেন্ডার ওয়ালি ফয়সালের পাস ধরে জোরালো শটে বল জালে পাঠান তিনি।
শেষ বাঁশি বাজার এক মিনিট বাকি থাকতে চিগোজি দলের পক্ষে পঞ্চম এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করে শেখ রাসেলকে বড় জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন।