বিশ্বকাপ শুরুর আগেই ফিরতে পারেন নেইমার
চোট থেকে সেরে উঠেছেন বেশ কদিন হল। নেইমার ডি সিলভা পারছেন এখন স্বাভাবিকভাবে হাঁটতেও। তারপরও হঠাৎই মাঠে ফিরলে সে ধকল নিতে পারবেন কি না, সেই রকম একটা শঙ্কার কথা দুদিন আগে জানিয়েছিলেন স্বয়ং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই। তবে তাঁর দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আশাবাদ ব্যক্ত করেছেন ফুটবলের মাঠে নেইমার ফিরতে পারেন বিশ্বকাপের আগেই।
গতকাল সোমবার ব্রাজিল প্রথম দল হিসেবে ঘোষণা করেছে ২৩ সদস্যের মূল দল। সে দলে থাকার কথা ছিলই, আছেনও নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে লিগ ওয়ানের খেলায় পায়ের পাতার হাড় ভেঙে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে যেতে হয়েছিল ডাক্তারের ছুরির তলায়।
সফল অস্ত্রোপচার শেষে পুনর্বাসন প্রক্রিয়াও সুষ্ঠুভাবেই শেষ করেছেন নেইমার। এবার ফেরার অপেক্ষা জাতীয় দলের জার্সিতে। দলের তারকা খেলোয়াড় সেরে উঠছেন যেই গতিতে তাতে রাশিয়ায় বিশ্বসেরার লড়াই মাঠে গড়ানোর আগেই ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা দেখছেন লাসমার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাজিল দলের চিকিৎসক বলেছেন, ‘সে আগামী সপ্তাহেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবে। তার পরের সপ্তাহে বল পায়েও দেখা যেতে পারে তাঁকে। আমাদের উদ্দেশ্য থাকবে সে যেন চূড়ান্ত পর্যায়েও কোচ তিতের সঙ্গে কাজ করার জন্য সম্পূর্ণ ফিট হতে পারে। আর তেমনটা হলেই ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে দেখা যাবে নেইমারকে।’
আসছে বিশ্বকাপে ব্রাজিল পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের গ্রুপের বাকি দলগুলো হচ্ছে কোস্টারিকা, সুইজারল্যান্ড ও সার্বিয়া। আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।