যেভাবে চুরি হয়েছে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ!
কথাটা শুনে অনেকেই চমকে যেতে পারেন, বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ নাকি চুরি হয়ে গেছে। কীভাবে চুরি হয়েছে, তা নিয়ে কম আলোচনা হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
আজ রোববার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে গড়াবে ম্যাচ। এই ম্যাচটির আগে সে আলোচনা আরো জোরালো হয়েছে।
ব্রাজিল কোচ তিতের সাজানো একাদশে রয়েছেন, মার্সেলো, ক্যাসিমেরো, পওলিনহো, ফিলিপ কুতিনহো, উইলিয়ান, আলিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্ডা, নেইমার ও গ্যাব্রিয়েল জেসুস।
এবার জানা যাক কীভাবে চুরি হয়েছে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রথম একাদশ। মূলত ব্রাজিলের প্র্যাকটিসে ফুটবলারদের বন্ধু ও পরিবারের লোকজন থাকতে পারেন। আর তাঁদের মধ্য থেকেই কেউ একজন এই একাদশ চুরি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কারণ প্র্যাকটিসের শেষ সময়ে কোচ প্রথম একাদশের ফুটবলারদের বিশেষ প্র্যাকটিস করান। তখন কেউ একজন নাকি মোবাইলে তা ধারণ করেন।
ব্রাজিলীয় সংবাদমাধ্যমে খবর, সে লোকটি নাকি গ্যাব্রিয়েল জেসুসের বন্ধু। তিনি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। আর তা নিয়েই ঝড় ওঠে।