ম্যারাডোনার বিরুদ্ধে এ কেমন অভিযোগ!
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ মাঠে বসেই দেখেছিলেন দেশটির কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারোডোনা। আইসল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছে। আর সে ম্যাচে ভিআইপি বক্সে বসে বিতর্কিত আচরণের জন্য সমালোচিত হয়েছেন দেশটির বিশ্বকাপ জয়ের নায়ক।
ম্যারাডোনার বিপক্ষে অভিযোগ উঠেছে, তিনি নাকি বর্ণবিদ্বেষী আচরণ করেছেন। সে সময় মাঠে উপস্থিত দক্ষিণ কোরিয়ার এক সমর্থকের সঙ্গে তিনি নাকি বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গি করেছিলেন এই আর্জেন্টিনার কিংবদন্তি।
অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন ম্যারাডোনা, ‘আমি দেখেছিলাম একটি এশিয়ান ছেলে আর্জেন্টিনার টি-শার্ট পরে আছে। আমি তাকে এটাই বলার চেষ্টা করছিলাম, এশিয়ানরাও আমাদের উৎসাহ দিচ্ছে দেখে ভালো লাগছে।’
শুধু এটিই নয়, মাঠে ম্যারাডোনার চুরুট খাওয়া নিয়েও সমালোচনা হচ্ছে। স্টেডিয়ামে বসেই ম্যারাডোনা চুরুট খাওয়া সম্পর্কে ম্যারাডোনা বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমি জানতামই না স্টেডিয়ামে কেউ ধূমপান করতে পারবে না। আমি এর জন্য ক্ষমা চাইছি।’