স্কয়ার ড্রাইভ
পাকিস্তানের জয়ের সম্ভাবনা বেশি
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচে হেরে গেছে। তাই দুদলের জন্যই শনিবারের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। শক্তি-সামর্থ্যে এই ম্যাচে পাকিস্তানকে এগিয়ে রাখব আমি। তাদের জয়ের সম্ভাবনাই বেশি।
পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ বেশ লম্বা। যদিও ভারতের বিপক্ষে অধিনায়ক মিসবাহ-উল-হক ও উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ছাড়া আর কেউ ভালো খেলতে পারেননি। তবে এই ম্যাচে পাকিস্তানের অন্য ব্যাটসম্যানদের ভালো করার সম্ভাবনা প্রবল।
ক্যারিবীয়দের বোলিং আক্রমণ তেমন ভালো নয়। আগের ম্যাচে আয়ারল্যান্ডের মতো দল তাদের করা ৩০৪ রান ‘চেজ’ করে জিতেছে।
তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপকে খুব একটা খারাপ বলা যাবে না। প্রথম ম্যাচে তারা আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০০-এর ওপরে রান করেছে। আয়ারল্যান্ডের সঙ্গে পাকিস্তানের বোলিং আক্রমণের অবশ্য বিস্তর পার্থক্য। ভারতের বিপক্ষে ভালো খেলতে না পারলেও লেগস্পিনার ইয়াসির শাহ এই ম্যাচে ক্যারিবীয়দের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেন।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।