অস্ট্রেলিয়ায় ফুটবল দলের এ কেমন আচরণ!
বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গত সপ্তাহে পার্থে গিয়েছিল বাংলাদেশের জাতীয় ফুটবল দল। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলের বড় ব্যবধানে হার মেনেছে। পার্থে বাংলাদেশ দল ছিল ক্রাউন প্লাজা হোটেলে। পাঁচতারকা সেই হোটেলে কয়েকজন খেলোয়াড়-কর্মকর্তার আচরণ পুরো দলকেই বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে।
পার্থের সেই হোটেলে কর্মরত প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি তাঁর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘প্রায় ৫০ জনের বহর নিয়ে বাংলাদেশ দল সে হোটেলে উঠেছিল। দলের কয়েকজন কর্মকর্তা নন-স্মোকিং জোনে গিয়ে ধূমপান করেছেন। সে জন্য তাঁদের মৌখিকভাবে সতর্কও করা হয়। বাংলাদেশের মানুষের এমন আচরণ আমাকেও বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। কারণ, একটা পাঁচতারকা হোটেলে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’
শুধু কর্মকর্তা নন, কয়েকজন খেলোয়াড়ও খাবার নিয়ে অযথা হৈচৈ করেছেন জানিয়ে ওই বাংলাদেশি আরো লিখেছেন, ‘বাংলাদেশ দল যে খাবারের অর্ডার দিয়েছিল, হোটেল কর্তৃপক্ষ তা দিতে না পারায় রেস্টুরেন্টে খেলোয়াড়রা চিৎকার-চেঁচামেচি করেন। তবে দলের কর্মকর্তাদের মধ্যস্থতায় ঘটনা বেশিদূর গড়ায়নি।’ এসব ঘটনার জন্য সেই বাংলাদেশিকে অস্ট্রেলীয় সহকর্মীরা ‘এই বুঝি তোমাদের সংস্কৃতি’ বলে খোঁচা দিতেও ছাড়েননি!
এ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে অস্ট্রেলিয়া সফরে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের একজন কর্মকর্তা আজ রোববার এনটিভি অনলাইনকে বলেন, ‘এটা সত্যি যে আমাদের কয়েকজন কর্মকর্তা নন-স্মোকিং জোনে ধূমপান করেছেন। তবে খাবার নিয়ে খেলোয়াড়দের হৈচৈয়ের জন্য হোটেল কর্তৃপক্ষই দায়ী। কারণ, আমরা যে রকম খাবারের অর্ডার দিয়েছিলাম, হোটেল কর্তৃপক্ষ সে রকম খাবার আমাদের দিতে পারেনি। সেই খাবার না পেয়ে খেলোয়াড়রা কিছুটা চিৎকার-চেঁচামেচি করেছে। কিন্তু আমার তাঁদের শান্ত করেছি।’
পার্থের হোটেলটিতে কাজ করা সেই বাংলাদেশি এসব ঘটনা স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকেও জানিয়েছেন। সে জন্য বাফুফের ওই কর্মকর্তা ভীষণ বিরক্ত। তিনি বলেন, ‘একটা দলে এতগুলো মানুষ গেছেন। তাঁদের কারো কারো তো কিছু ভুল-ত্রুটি হতেই পারে। কিন্তু এমন কোনো বিশাল ঘটনা ঘটেনি, যার জন্য এভাবে অভিযোগ করতে হবে। আসলে সেই বাংলাদেশি লোকটি ক্রিকেটারদের সঙ্গে তুলনা করে অযথা ফুটবলারদের উত্ত্যক্ত করত। সে কারণে কেউ হয়তো তাকে তিরস্কার করেছে। আর তাই সে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ফুটবলারদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে।’