সাম্পাওলিকে যা ইচ্ছা বকতে দিন : আগুয়েরো
ম্যাচটাতে জিততেই হতো আর্জেন্টিনাকে। তবে, সে হয়নি। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠটা ছাড়তে হয়েছে ৩-০ গোলের বিধ্বস্ত হয়েই। পরিবর্তিত এক একদমই চমকে দেয়া দল নিয়ে নেমেছিলেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। ম্যাচ শেষে সেই কোচের ওপর যেন ক্ষোভই উগরে দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড কুন আগুয়েরো।
অ্যাঞ্জেল ডি মারিয়া, লুকাস বিগলিয়া কিংবা মার্কাস রোহোদের মতো বড় তারকাদের বেঞ্চে বসিয়েই আর্জেন্টিনা মাঠে নেমেছিল রাকিটিচ-মদ্রিচদের বিপক্ষে। গোলরক্ষক কাবায়েরোর ভুলে প্রথম গোল হজম করার পর আর ম্যাচেই ফেরা হয়নি আকাশি-সাদা শিবিরের। বাকি সময়ে মেসিরা খেয়েছেন আরও দুই গোল।
ম্যাচ শেষে আর্জেন্টাইন দলপতি মেসিকে অবশ্য পাননি সাংবাদিকরা। শেষ বাঁজি বাজার সঙ্গে সঙ্গেই বার্সেলোনা ফরোয়ার্ডকে দেখা গেছে সোজা মিক্সড জোন দিয়ে সোজা ড্রেসিংরুমে হেঁটে যেতে। তবে পাওয়া গিয়েছিল অ্যাগুয়েরোকে।
গণমাধ্যমের সামনে যেন কোচকেই বার্তা দিয়েছেন অ্যাগুয়েরো। তবে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ছাড়ছেন না হাল, ‘তিনি যা চাচ্ছেন তাঁকে সেটাই বলতে দিন। আমার রাগ ও দুঃখ দুটোই হচ্ছে। অবশ্য আমাদের এখনও সুযোগ আছে।’
এক হার আর এক ড্রয়ে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ড বলা চলে অনেকটাই অনিশ্চিত। অবশ্য ছোট একটা সম্ভাবনা এখনও টিকে আছে। আজ শুক্রবার রাতে আইসল্যান্ড-নাইজেরিয়া ম্যাচে যদি নাইজেরিয়া করতে পারে ড্র, ক্রোয়েশিয়া কাছেও যদি হেরে যায় আইসল্যান্ড। তবে নাইজেরিয়াকে শেষ ম্যাচে হারাতে পারলেই দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা দেখা পাবে দ্বিতীয় পর্বের।
‘ডি’ গ্রুপে নিজেদের শেষ লড়াইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবেন অ্যাগুয়েরোরা। সেন্ট পিটার্সবার্গের মাঠে ম্যাচটি শুরু হবে সোমবার দিবাগত রাত ১২টায়।