ওয়ার্নারের বাংলাদেশ সফর নিয়ে সংশয়
মিচেল জনসন ও জশ হেজেলউড বাংলাদেশ সফরে আসবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। একটানা খেলার ধকল থেকে রক্ষা করতে এই দুই পেসারকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। সংশয় ওপেনার ডেভিড ওয়ার্নারের বাংলাদেশ সফর নিয়েও। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়ায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে অস্ট্রেলিয়া টেস্ট দলের সহ-অধিনায়ককে।
শনিবার লর্ডসে মুখোমুখি হওয়া প্রথম বলেই বাঁ-হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন ওয়ার্নার। স্টিভেন ফিনের ওই একটি বলের পর আর খেলতে পারেননি, ফিরে গেছেন সাজঘরে। চোটটা বেশ গুরুতরই। আঙুল ভেঙে যাওয়ায় অন্তত চার সপ্তাহ খেলতে পারবেন না এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া। তার আগে ওয়ার্নার সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিস রজার্স টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ায় উদ্বোধনী জুটি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়ার নির্বাচকদের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি তিন ম্যাচ খেলার জন্য ওয়ার্নারের বদলি হিসেবে নেওয়া হয়েছে অ্যারন ফিঞ্চকে। ওয়ার্নার আসতে না পারলে বাংলাদেশ সফরেও দেখা যেতে পারে এই উদ্বোধনী ব্যাটসম্যানকে।
দুটি টেস্ট খেলা জো বার্নসকেও অবশ্য বিবেচনা করা হচ্ছে অস্ট্রেলিয়ার ওপেনার হিসেবে। বাংলাদেশ সফরে অভিষেক হতে পারে ২২ বছর বয়সী ক্যামেরন ব্যানক্রফটেরও।
৯ অক্টোবর থেকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচটা শুরু হবে ১৭ অক্টোবর।