শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ
গ্রুপ পর্বের লড়াই শেষ, এবার শুরু হচ্ছে নকআউট পর্ব। রাশিয়া বিশ্বকাপে আগামীকাল শনিবার থেকে ১৬টি দল দ্বিতীয় পর্বের লড়াইয়ে নামবে। শেষ ষোলোর এই লড়াইয়ে কে কার প্রতিপক্ষ হচ্ছে, এক নজরে দেখে নেওয়া যাক :
শেষ ষোলো সূচি :
তারিখ ম্যাচ সময় ভেন্যু
৩০ জুন আর্জেন্টিনা-ফ্রান্স রাত ৮টা কাজান
উরুগুয়ে-পর্তুগাল রাত ১২টা সোচি
১ জুলাই স্পেন-রাশিয়া রাত ৮টা মস্কো
ক্রোয়েশিয়া-ডেনমার্ক রাত১২টা নিজনি নাভগোরেদ
২ জুলাই ব্রাজিল-মেক্সিকো রাত ৮টা সামারা
বেলজিয়াম-জাপান রাত ১২টা রস্তোভ
৩ জুলাই সুইডেন-সুইজারল্যান্ড রাত ৮টা সেন্ট পিটার্সবার্গ
ইংল্যান্ড-কলম্বিয়া রাত ১২টা মস্কো
শেষ ষোলোর লড়াইয়ের পর ৬ ও ৭ জুলাই কোয়ার্টার ফাইনালের চারটি, ১০ ও ১১ জুলাই সেমিফাইনালের দুটি এবং ১৫ জুলাই হবে ফাইনাল।