পর্তুগালের বিপক্ষে এগিয়ে সুয়ারেজের উরুগুয়ে
প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সামর্থ্যের বিছারে এই দলটির বিপক্ষে উরুগুয়ে কিছুটা পিছিয়েই ছিল। অথচ তারাই কিনা নাড়িয়ে দিয়েছে ইউরোপের দলটির ভীত। তাই ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে সুয়ারেজের দল।
সোচিতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দুর্বার উরুগুয়ে। তাই সাফল্য পেতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় তারা (১-০)। লুইস সুয়ারেজের চমৎকার ক্রসে এডিনসন কাভানি হেডে লক্ষ্যভেদ করেন।
ম্যাচের ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো উরুগুয়ে, যদি না সুয়ারেজের ফ্রি-কিক পর্তুগাল গোলরক্ষক রুখে না দিতো।
শুরুতে পর্তুগালও একটি সুযোগ পেয়েছিল, ৬ মিনিটে বক্সের বাইরে থেকে রোনালদোর আচমকা শট, গোলরক্ষক ধরে ফেলে বল। এছাড়া খুব বেশি সুযোগ আদায় করতে পারেনি তারা।
এর আগে দিনের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে বিধ্বস্ত প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স।