বিদায় বলে দিলেন মাচেরানো
চলে এসেছিলেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। এবারের বিশ্বকাপের পরই যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেবেন, তা একরকম জানাই ছিল। ঘটলও ঠিক তেমনটাই। বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পরই বিদায় বলে দিলেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো।
৩৪ বছর বয়সে মাচেরানো এসেছিলেন এবারের রাশিয়া বিশ্বকাপের মঞ্চে। বিদায়ের মুহূর্তটা রাঙিয়ে নেওয়ার জন্য খেলছিলেন জানপ্রাণ দিয়ে। আর্জেন্টিনার চারটি ম্যাচের প্রতিটি মিনিটেই মাঠে ছিলেন তিনি। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটিতে রক্তও ঝরিয়েছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। কোনোমতে গ্রুপ পর্ব পেরোতে পারলেও শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে। মাচেরানোর শেষটাও হয়েছে আক্ষেপ নিয়ে। বিদায়ের ঘোষণা দিয়ে মাচেরানো বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এই ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এখন থেকে আমি অন্য অনেকের মতোই একজন আর্জেন্টিনা সমর্থক।’
২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন মাচেরানো। তার পর থেকে তিনি খেলেছেন ১৪৫টি ম্যাচ।
ক্লাব ফুটবলে লিওনেল মেসির সতীর্থ হিসেবে বার্সেলোনায় খেলেছেন দীর্ঘ আট বছর। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দুবার। সেই বার্সা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন মাচেরানো। এখন তিনি খেলছেন চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনে।