পাকিস্তানের লজ্জার ‘রেকর্ড’
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭৬ রানে হার দিয়ে বিশ্বকাপ শুরু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের ব্যবধান প্রায় দ্বিগুণ—১৫০ রান! শনিবার ক্রাইস্টচার্চে দুটো লজ্জার ‘রেকর্ড’ও গড়েছে পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বাজে সূচনার ‘কীর্তি’ এখন মিসবাহর দলের। বিশ্বকাপে রানের দিক দিয়ে এটা পাকিস্তানের সবচেয়ে বড় হারও।
৩.১ ওভার শেষে পাকিস্তানের স্কোরবোর্ডের অবস্থা ১/৪। মানে এক রানে চার উইকেট নেই! অবস্থা না বলে দুরবস্থা বলাই ভালো। রানের খাতা না খুলে, শূন্য হাতে সাজঘরের পথ ধরেছেন নাসির জামশেদ, ইউনিস খান ও হারিস সোহেল। আহমেদ শেহজাদ কোনো রকমে করেছেন এক রান।
ওয়ানডেতে এর চেয়ে কম রানে আর কোনো দল প্রথম চার উইকেট হারায়নি। আগের ‘রেকর্ড’টি ছিল কানাডার। ২০০৬ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র চার রানে প্রথম চার উইকেট হারিয়েছিল আইসিসির সহযোগী সদস্য দেশটি।
৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জেরম টেলর ও আন্দ্রে রাসেলের তোপে ১৬০ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। ১৫০ রানের এই হারই বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে হার। আগের ‘রেকর্ড’টি ছিল ২০০৩ বিশ্বকাপে, ইংল্যান্ডের বিপক্ষে। কেপটাউনের সেই ম্যাচে ১৩৪ রানে অলআউট হয়ে পাকিস্তান হেরেছিল ১১২ রানে।