আর্জেন্টিনায় শেষ হলো সাম্পাওলি অধ্যায়
কোচ বাউজার বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব তুলে নেন হোর্হে সাম্পাওলি। অনেকেই ভেবেছেন আর্জেন্টিনা ভরসার প্রতীক হয়ে দাঁড়াবেন চিলিকে কোপা আমেরিকার শিরোপা পাইয়ে দেওয়া এই কোচ। কিন্তু তিনি ব্যর্থ। আর্জেন্টিনাকে বিশ্বকাপে ভালো ফল পাইয়ে না দেওয়ার ব্যর্থতা নিয়ে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন এই কোচ।
আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে হোর্হে সাম্পাওলির অধীনে আর্জেন্টিনার উন্নতি তেমন চোখে পড়ার মতো ছিল না। আর্জেন্টাইন এই কোচ দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপের টিকেট পেতেই বেশ ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। রাশিয়া বিশ্বকাপে দলকে রীতিমতো তলানি থেকে তুলতে হয়েছে। ইকুয়েডরের সঙ্গে ম্যাচে মেসির হ্যাটট্রিক না হলে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টাইনদের দর্শক হয়েই হয়তো কাটিয়ে দিতে হতো। ১৯৭০ সালের পর এই প্রথম এতটা চ্যালেঞ্জ নিয়ে তারা মূল পর্ব নিশ্চিত করে। বিশ্বকাপেও তেমন ভালো করতে পারেনি আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকেই বাদ হয়ে যাওয়ার শংকা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা লাতিন আমেরিকার দলটিকে থেমে যেতে হয় শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলের ব্যবধানে হেরে।
বিশ্বকাপে দলের এমন ভরাডুবির পর কোচ হিসেবে সাম্পাওলির থাকা না থাকা নিয়ে শংকা দেখা দেয়। অবশেষে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কোচের সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো। অবশ্য, সাম্পাওলি এজন্য ক্ষতিপূরণও পাচ্ছেন। সাত কিস্তিতে ১.৬ মিলিয়ন ডলার পাবেন তিনি আর্জেন্টিনা বোর্ড থেকে। তবে নতুন কোচ হিসেবে কে আর্জেন্টিনার দায়িত্ব পালন করবেন, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত জানায়নি এএফএ।