ফাইনালের সম্ভাব্য একাদশ
আর কিছুক্ষণ বাকি, রাশিয়া বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ে নামছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও সোনালি প্রজন্ম নিয়ে আসা ক্রোয়েশিয়া। আসরে দুই দলই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তাই এই ম্যাচটিকে ঘিরে থাকচ্ছে টান টান উত্তেজনা। কেমন হতে পারে ফাইনালের একাদশ এবং দলের ফরমেশন, তা এখন সবারই আগ্রহের বিষয়।
আজকের ম্যাচে ফ্রান্স তাদের পুরনো ৪-৩-৩ ফরমেশনেই খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাফায়েল ভারানে এবং গত ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে গোল করা স্যামুয়েল উমিতিতি থাকবেন সেন্ট্রাল ডিফেন্সে। বেঞ্জামিন পাভার্ড এবং লুকাস হার্নান্দেজ যথাক্রমে রাইট ব্যাক এবং লেফট ব্যাকে খেলবেন।
অন্যদিকে ক্রোয়েশিয়া আজকের ম্যাচে ৪-১-৪-১ ফরমেশনে খেলতে পারে। সেন্ট্রাল ডিফেন্সে বরাবরের মতো ডেজান লভরেন এবং ডোমাগো ভিদা থাকছেন। ইভান রাকিটিচ এবং লুকা মড্রিচ যথাক্রমে থাকছেন মিডফিল্ডে।
স্যামুয়েল উমিতিতি থাকবেন সেন্ট্রাল ডিফেন্সে। বেঞ্জামিন পাভার্ড এবং লুকাস হার্নান্দেজ যথাক্রমে রাইট ব্যাক এবং লেফট ব্যাকে খেলবেন।
ফ্রান্সের সম্ভাব্য একাদশ : লরিস, উমিতিতি, ভারানে, হার্নান্দেজ, পাভার্ড, কান্তে, মাতুইদি, পগবা, এমবাপে, গ্রিজম্যান, গিরুদ।
ক্রোয়েশিয়ার সম্ভব্য একাদশ : সুবাসিচ, ভিদা, লভরেন, স্ট্রিনিচ, ভার্সালিকো, ব্রোজোভিচ, রাকিটিচ, মড্রিচ, পেরিসিচ, রেবিচ, মান্দজুকিচ।