বিশ্বকাপে কে কয়বার চ্যাম্পিয়ন
ফ্রান্স ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। দীর্ঘ ২০ বছর পর রাশিয়ায় এসে আবার শিরোপার উল্লাস করেছে তারা। এ নিয়ে দুই তারা জিতেছে বিশ্বকাপ।
অবশ্য বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তারা প্রথম শিরোপা জিতেছিল ১৯৫৮ সালে।এর পর ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জিতেছিল।
চারবার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। তারা জিতেছে ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে। তারা শুধু চারবার চ্যাম্পিয়ন হয়নি, চারবার রানার্সআপও হয়েছে— ১৯৬৬, ১৯৮২, ১৯৮৬ ও ২০০২ সালে।
ইতালিও চারবার চ্যাম্পিয়ন হয়েছে। তারা জিতেছে ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে।
এ ছাড়া আর্জেন্টিনা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, ১৯৭৮ ও ১৯৮৬ সালে। তারা তিনবার রানার্সআপ হয়েছিল, ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালে।
এ ছাড়া উরুগুয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়, ১৯৩০ ও ১৯৫০ সালে।
আর একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ১৯৬৬ ও স্পেন ২০১০ সালে।